• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিজয়ের সম্ভাবনা নেই : শোভন

  ঢাবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫
ঢাবি
মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ছবি : সম্পাদিত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল দলীয় প্যানেল দিলেও বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ছাত্রদলের দাবি মেনে না নিলে তারা প্যানেল দেবে না এ ব্যাপারে জানতে চাইলে শোভন বলেন, ‘প্যালেন দেওয়া আর না-দেওয়ার ক্ষেত্রে ছাত্রদল যে দাবিগুলো করছে তা মূল বিষয় নয়। ছাত্রদল নিশ্চিত যে প্যানেল দিয়েও তারা বিজয়ী হতে পারবে না। কারণ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের যে চার জন আছেন, তাদের বয়স ৪০ এর কোটায়। ফলে তারাও নির্বাচন করতে পারবেন না।’

সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা নিয়মিত শিক্ষার্থীদের হাতে নেতৃত্ব দিন। আমরা একসঙ্গে ছাত্ররাজনীতি করব। ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই নির্বাচনের উদ্দেশ্যেই হলো শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সম্পর্ক গড়ে তোলা। যদি শিক্ষকদের সঙ্গে আমাদের এই সম্পর্ক না থাকে তাহলে তো নির্বাচন দিয়ে কোনো লাভ নেই।’

অন্যদিকে, হলে ভোটকেন্দ্র রাখার দাবির বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের মধ্যে সাতটিই ডাকসুর ভোটকেন্দ্র তারা হলেই চায়। এছাড়াও টিএসসিভিত্তিক যে ২২টি সংগঠন রয়েছে তারাও ভোটকেন্দ্র হলে চেয়েছে। তাহলে একটি বিশেষ বিরোধী গোষ্ঠী শিক্ষার্থীদের নৈতিক অধিকারকে অবমাননা করছে। তারা একটা কথা বার বার বলে আসছে, ১৯৯৪ সালে ছাত্রলীগও ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবি করেছিল। হ্যাঁ, তা ঠিক। তবে ওই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।’

তিনি আরও বলেন, ‘এখানে ছাত্রদলকে পহেলা ফাল্গুনে ফুল দিয়ে বরণ করি। তাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাম্পাস দেখাই, কিন্তু ১৯৯৪ সালে ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে পারেনি। তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগের দাবিকে অযৌক্তিক মনে করেছিল। এখনকার প্রশাসনও তাদের (ছাত্রদল) দাবিকে অযৌক্তিক মনে করে বাতিল করে দিয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই।’

আরও পড়ুন : ডাকসু নির্বাচন : ১ম দিনে ২৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড