• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‌্যাগিং বন্ধে র‌্যালি করবে জাবি প্রশাসন

  জাবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩০
শহীদ মিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার (ছবি : সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিং বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে র‌্যালির আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই ভিন্নধর্মী আয়োজনে র‌্যাগিং অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমান প্রশাসন র‌্যাগিং বন্ধে আজীবন বহিষ্কারসহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছিল। এ বছরও র‌্যাগিং বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিন র‌্যালি অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি শুরু হয়ে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে।

২৪ ফেব্রুয়ারি উপাচার্যের নেতৃত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং ২৫ ফেব্রুয়ারি র‌্যালিতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম. শাহ্ নওয়াজ আলি।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড