• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা

  নোবিপ্রবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২
নোবিপ্রবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

আগামী ২৪ ফেব্রুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

উক্ত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে সেরা ফলাফল অর্জনের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছেন ৬ জন এবং স্নাতকোত্তর সেরা ফলাফল অর্জনের জন্য ৫ জন শিক্ষার্থী ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছেন।

চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত ৬ জন হলেন- ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী শুভ ভৌমিক, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আফসানা কবির দিপ্তি ও কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সাবিয়া খান।

এছাড়া ভাইস-চ্যান্সেলর স্বর্ণ পদকপ্রাপ্ত ৫ জন হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মো. শামসুল আলম পাটোয়ারী, একি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো. শাহিদুল ইসলাম, একই বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সুমিতা রানী সাহা এবং ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নিক্কন সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড