• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে ভাষা আন্দোলন ভিত্তিক শিল্পকর্মের প্রদর্শনী শুরু

  রাবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪
প্রদর্শন
চিত্রকর্ম দেখছেন অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। প্রদর্শনীতে বাংলাদেশের ভাষা আন্দোলনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

চারুকলা অনুষদের প্রাক্তন ও বর্তমান শিল্পীদের সংগঠন ‘শিল্পযাত্রা’র উদ্যোগে আয়োজিত ‘মুক্তির সূচনা’ শীর্ষক এ প্রদর্শনীতে ত্রিশটি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত রচিত হয়েছিলো। এই আন্দোলন বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের নিয়ামক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মূলত ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়েই তাদের এই আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এস এম জাহিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড