• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু

  গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩
প্রতিযোগিতা
আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন (ছবি : সংগৃহীত)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) আন্তঃবিভাগীয় ফুটবল খেলা শুরু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচ এমবিবিএস দল ২-০ ব্যবধানে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বিভাগকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় ফিজিওথেরাপি বিভাগ মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য (ছবি : সংগৃহীত)

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি মো. রফিকুল আলম, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে, দ্বিতীয় ম্যাচে ফার্মেসি বিভাগ ট্রাই বেকারে ৩-২ ব্যবধানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের নিকট থেকে বিজয় ছিনিয়ে নেয়।

দিনের সর্বশেষ ম্যাচে আইন বিভাগ ৩-১ ব্যবধানে রাজনীতি ও প্রশাসন বিভাগকে পরাজিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড