• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির টিএসসিতে দুর্বৃত্তদের হামলা, মঞ্চ ভাংচুর

‘জানিনা কার এতে ক্ষতি, কিসের এত ক্ষোভ!’

  নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১২
ঢাবি
‘ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব’ মঞ্চ ভাংচুর (ছবি : সম্পাদিত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে হামলা করে মঞ্চ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ভাষার এই মাসে টিএসসির সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একযোগে আয়োজন করছিল ১২ দিনব্যাপী ‘ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব’। এই আয়োজন শুরু হয় গেল ১৬ ফেব্রুয়ারি থেকে, কিম্তু ‘ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব’ মঞ্চ ও অন্যান্য ডেকোরেশন রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

ভাষার মাসে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে টিএসসি ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ও বেলা ১টায় মানব বন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুতি আসাদ বলেন, ‘জানিনা কার এতে ক্ষতি! কিসের এত ক্ষোভ!’

তিনি বলেন, ‘রাতে এই আয়োজনের স্টেজ ও অন্যান্য ডেকোরেশন রাতের আঁধারে ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যে অপশক্তি সত্য-সুন্দর, নান্দনিকতা আর প্রগতিশীলতার চর্চাকে ভয় পায়, সাংস্কৃতিক মঞ্চ ভেঙে গুড়িয়ে দিতে চায়, ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করে সুস্থ সংস্কৃতির ইতিবাচক পথচলা থামিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়।’

আরও পড়ুন : পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইবির ৯ শিক্ষার্থীকে সাজা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড