• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বাস উদ্বোধন

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৮

পাবিপ্রবি
নতুন বাস উদ্বোধন করছেন পাবিপ্রবি উপাচার্য (ছবি : সংগৃহীত)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিবহনের জন্য একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফিতা কেটে বাসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী।

উপাচার্য তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই বাস ক্রয় করা হয়েছে। আমরা সবসময়ই শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে চলেছি। শিক্ষার্থীদের দায়িত্ব বেড়ে গেল। কারণ জনগণের টাকায় কেনা হয়েছে এই বাস। তাই শিক্ষা জীবন শেষ করে উন্নত দেশ গঠনে ও দেশবাসীর কল্যাণে তাদের আত্মনিয়োগ করা উচিত।

এরপর উপাচার্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বাসটি পরিদর্শন করেন। বাসটিতে মোট ৫২টি আসন রয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট বড় বাসের সংখ্যা দাঁড়াল ৫টি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ বলেন, ‘ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার ছিল। পরিবহন সংকট সমাধানের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছিলাম।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু জানান, ‘নতুন যে বাস উদ্বোধন হলো এটা তারই ফল। আশাকরি পরিবহন সংকট আগের থেকে কমে যাবে।’

নতুন বাস নিয়ে শিক্ষার্থীরা জানান, ‘নতুন বাস আসায় আমরা আনন্দিত। যাতায়াতের ক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে। এ জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’

পরিবহনপুলে বাসটি যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকাংশে হ্রাস পাবে আশা করছেন সংশ্লিষ্টরা। নতুন বাসটি ছাত্রীদের যাতায়াতের জন্য দেওয়া হবে।

আরও পড়ুন : যবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড