• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়িতা সম্মাননা পেলেন জাবি শিক্ষক

  জাবি প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৬
জাবি
সহকারী অধ্যাপক নাসরীন সুলতানা ও জয়িতার সম্মাননা ক্রেস্ট (ছবি : সম্পাদিত)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাসরীন সুলতানা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় তাকে এ সম্মামনা দেওয়া হয়।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা শহরের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নাসরীন সুলতানার হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবেই জয়িতা পুরস্কার পেয়েছেন নাসরীন সুলতানা। যদিও গেল ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবসে এ পুরস্কারটি গ্রহণ করার কথা ছিল তার। অনিবার্য কারণে সেদিন তিনি পুরস্কারটি গ্রহণ করতে পারেননি।

পুরস্কার গ্রহণের পর নাসরীন সুলতানা বলেন, ‘নারী জীবনের চ্যালেঞ্জের শেষ নেই। একজন নারীর জন্য এ সমাজে নিজের পড়াশোনা, কর্মক্ষেত্র ম্যানেজ করা, সন্তান মানুষ করা, লেখালেখি ইত্যাদির সবই চ্যালেঞ্জিং। আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। সামনে এগিয়ে যাচ্ছি, আমার মূল লক্ষ্য জয়ের পথে। আমি চাই দেশের প্রতিটি নারীই জয়ের প্রতীক হয়ে উঠুক।’

প্রসঙ্গত, নাসরীন সুলতানা সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের প্রয়াত এ কে এম নূরুল ইসলাম ও মনোয়ারা বেগমের প্রথম সন্তান। তিনি পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃ্ত্তি, এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে একমাত্র ফিমেল স্টুডেন্ট হিসেবে স্টার মার্কসসহ প্রথম বিভাগ এবং এইচএসসি পরীক্ষাতেও প্রথম বিভাগ অর্জন করেন।

পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন এবং স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে একই বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। এরই মধ্যে তিনি বৃত্তি নিয়ে শিক্ষা ছুটিতে কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রা থেকে স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করেন। শিক্ষকতার পাশাপাশি নাসরীন সুলতানা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে নিয়মিত লেখালেখি করছেন। সম্পৃক্ত আছেন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে।

আরও পড়ুন : মশার কামড়ে অতিষ্ঠ জাবি শিক্ষার্থীরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড