• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আবুল কাশেম

  বুটেক্স প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩
উপাচার্য
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আবুল কাশেম (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আগামী চার বছর দায়িত্ব পালন করবেন অধ্যাপক মো. আবুল কাশেম। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

২০১০ সালে রাজধানীর তেজগাঁয়ে টেক্সটাইল বিশেষায়িত দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বুটেক্স প্রতিষ্ঠিত হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো নতুন অভিভাবক পেল বিশ্ববিদ্যালয়টি। গত ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসউদ আহমেদের মেয়াদ শেষ হলে নতুন উপাচার্য নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সূত্রে আবুল কাশেমের উপাচার্য হওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন বাস্তবতায় রূপ লাভ করলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড