• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে শিল্পী মোস্তফা মনোয়ারকে আজীবন সম্মাননা

  জাবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫
আজীবন সম্মাননা
শিক্ষার্থীদের সঙ্গে আগত অতিথি ও শিল্পীরা (ছবি : সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী- ২০১৯ এ দেশের অন্যতম গুণী চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিল্পকর্মের জন্য ১৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

তারা হলেন- মানস দেবনাথ হৃদয় (মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড, পেন্সিল), মুজাহিদ হাওলাদার (মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড, মেটাল), ফারিয়াজ ইমরান (মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড, পেন এন্ড ইনক), আসিফ আল নুর (মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড, অয়েল কালার), রুবাইয়াৎ ইবনে নাবী (মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড, ওয়াটার কালার), ফারিয়া তাসনিম (এক্সপেরিমেন্টাল বেস্ট অ্যাওয়ার্ড, পেইন্টিং), জহিরুল ইসলাম (এক্সপেরিমেন্টাল অনারেবল অ্যাওয়ার্ড, ক্রাফট), ফারিয়া ইসলাম (এক্সপেরিমেন্টাল অনারেবল অ্যাওয়ার্ড, ফ্যাশন), মঞ্জুরুল ইসলাম লিয়ন (এক্সপেরিমেন্টাল বেস্ট অ্যাওয়ার্ড, ক্রাফট), সুবির মন্ডল (এক্সপেরিমেন্টাল অনারেবল অ্যাওয়ার্ড, পেইন্টিং), অমিয় রাই (বেস্ট অ্যাওয়ার্ড, ড্রয়িং), ফাহমিদা ইসলাম ভাবনা, (অনারেবল অ্যাওয়ার্ড, ডিজাইন), মিম ফজলে রাব্বি (অনারেবল অ্যাওয়ার্ড, ট্যাপেস্ট্রী), ফারজানা আখতার (অনারেবল অ্যাওয়ার্ড, উড কার্ভিং), জান্নাতুল তামান্না (অনারেবল অ্যাওয়ার্ড, ওয়াটার কালার)

আয়োজক সূত্রে জানা যায়, চারুকলা বিভাগের বিএফএ (ব্যাচেলর অব ফাইন আর্টস) এবং এমএফএ (মাস্টার্স অব ফাইন আর্টস) পর্যায়ে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের ৭০ জন শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

চারুকলা বিভাগের সভাপতি শারমিন জামান বলেন, এ বছর দ্বিতীয়বারের মতো বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। যা প্রতিবছরই অব্যাহত থাকবে। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিল্পকর্মে আরও উৎকর্ষ জ্ঞান লাভ করতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড