• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে কম্পাস নাট্য সম্প্রদায়ের নতুন কমিটি

  বাকৃবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯
কমিটি
কম্পাস নাট্য সম্প্রদায়ের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্পাস নাট্য সম্প্রদায়ের ২০১৯ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কম্পাসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বরণ উপলক্ষে মুনীর চৌধুরী অনুদিত ‘মুখরা রমণী বশীকরণ’ নামে নাটক মঞ্চায়িত করে। এর পূর্বে ২৩ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ফারুক মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ মনোনীত হয়।

মুখরা রমণী বশীকরণ নাটকের মঞ্চায়ন (ছবি : দৈনিক অধিকার)

এছাড়া কমিটিতে সভাপতি মণ্ডলীয় সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের দেবাশীষ রায় এবং কৃষিতত্ত্ব বিভাগের ড. মো. শফিকুল ইসলাম মনোনীত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান ও মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শাহরিন ইসলাম রোমান, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান পুলক, প্রযোজনা সম্পাদক নিরুপমা সাজ্জাদ, সহ-প্রযোজনা সম্পাদক সুস্মিতা সরকার বৃষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা সাদিয়া নীতি, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেন হৃদয়, এবং দপ্তর সম্পাদক আবুল সাঈদ সিদ্দিকি।

এছাড়াও কমিটিতে ৯ জনকে সাধারণ সদস্য হিসেবে মনোনীত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড