• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবিতে সিভিএস'র ২য় বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

  পবিপ্রবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২
সম্মেলন
সিভিএস'র ২য় বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে দ্য কোস্টাল ভেট সোসাইটি (সিভিএস) এর উদ্যোগে ২য় বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য অ্যাপলিকেশন অফ লেটেস্ট অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক (এআরটি) ইন ফার্ম এনিমালস টু ফেস দ্য চ্যালেঞ্জ অব মিল্ক অ্যান্ড মিট ডিমান্ড ইন বাংলাদেশ (Application of Latest Assisted Reproductive Technique (ART) in Farm Animals to face the challenge of milk and meat demand in Bangladesh)।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কনফারেন্স উদযাপন কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক ড. অসিত কুমার পালের সঞ্চালনায় দিনব্যাপী কনফারেন্সের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিভাসুর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুসালেহ মাহফুজুল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিএস এর সহসভাপতি অধ্যাপক ড. মো. আহসানুর রেজা। প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রেনেটা লিমিটেডের সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজার ডা. মো. সাইদুর রহমান, এলানকো বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মি. মো. আশরাফুল ইসলাম খান এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি ডিভিশনের সেলস ম্যানেজার মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্য কোস্টাল ভেট সোসাইটির সভাপতি ও এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিন।

কনফারেন্সের সায়েন্টিফিক সেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন- বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শিব শংকর সাহা, অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম, মাস্টার্সের শিক্ষার্থী ইসরাত জাহান লিজা, জাহান আরা আফরোজ, মো. রিয়াজ আল মাহমুদ, শামীমা আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, মোছা. ফাতেমা বেগম। কনফারেন্সে মোট ১০টি গবেষণা প্রবন্ধসহ আরও ১৭টি গবেষণা পোস্টার উপস্থাপন করা হয়।

সেমিনারে আগত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

এছাড়াও কনফারেন্সে বিভিন্ন বিদেশি উন্নয়ন সংস্থার প্রাণিসম্পদ বিশেষজ্ঞগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, বরিশাল বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, মাস্টার্স ও ইন্টার্ন ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

প্রবন্ধ উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন, এই কনফারেন্সের ফলাফল ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণ ও প্রাণিসম্পদের উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে।

সবশেষে প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। কনফারেন্স আয়োজনে সার্বিক সহযোগিতা করে এনিমেল হেলথ ডিভিশন রেনাটা লিমিটেড, ভেটেরিনারি ডিভিশন একমি ল্যাবরেটরিজ লিমিটেড, এলানকো বাংলাদেশ লিমিটেড, এনিমেল হেলথ ডিভিশন এসিআই, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে, এবং রুপালি ব্যাংক।

বিকাল ৫ টায় অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড