• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাগেরহাট জেলা সমিতির নবীন বরণ

  রাবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮
নবীন বরণ
বাগেরহাট জেলা সমিতির নবীন বরণ (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বাগেরহাট জেলার নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাগেরহাট জেলা সমিতি। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই বরণ অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ইউসুফ আলী শিমুলের সভাপতিত্বে বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, 'মনে রাখতে হবে এ বিশ্ববিদ্যালয় একটি ফুলের মতো। এই ফুল থেকে মৌমাছি হয়ে মধু আহরণ করা আমাদের কাজ। কিন্তু এখানেই প্রজাপতি সৌন্দর্য উপভোগ বা ভ্রমর হয়ে বিষ আহরণ করবে না। অবশ্যই মানুষ হিসেবে সকল মানুষকে শ্রদ্ধা করবে এবং শেকড় বাবা মাকে কখনও উপেক্ষা করো না।'

বক্তারা আরও বলেন, জীবন সম্পর্কে পজিটিভ ধারণা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। তাই নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে থেকে আত্ম উন্নয়নের প্রচেষ্টা রাখতে হবে।'

সমিতির সাধারণ সম্পাদক মৌ সাহা ও সদস্য তৌফিক আজমিম মাহমুদের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন- হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জাবেদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রাণী চন্দা, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. কায়েস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইলিয়াস হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড