• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে এবার সড়ক অবরোধ

  হাবিপ্রবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২১
হাবিপ্রবি
শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে এবার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর ও পঞ্চগড়-দিনাজপুর সড়ক অবরোধ করে রাখেন বিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই অনুষদের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন করতে দেওয়া হবে না ঘোষণা দেন। শিক্ষার্থীদের এমন ঘোষণায় ওরিয়েন্টেশন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সড়কে বসে পড়েন এবং এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন। এ সময় সড়কে টায়ার জালিয়ে ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করা হয়। শিক্ষার্থীরা সড়কে প্রতীকী ক্রিকেট ম্যাচের আয়োজন করেন।

হাবিপ্রবি

ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোহান বলেন, ‘১৪ নভেম্বরের পর আমাদের কোনো পরীক্ষা হয়নি অথচ আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। এতদিন যাবৎ ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা কোনো চিন্তা করছেন না।’

‘অনেকের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে অথচ তাদের চার বছর মেয়াদি স্নাতক শেষ হয়নি। আমাদের সিনিয়রদেরকে চাকরিতে ডাকা হচ্ছে, তারা সার্টিফিকেট পাননি বলে চাকরিতে যোগদান করতে পারছেন না, এর দায়ভার কে নেবে? দেওয়ালে আমাদের পিঠ লেগে গেছে আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’ এর আগে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। রবিবারও তালা ঝুলানো থাকবে এবং হাইকোর্টে রিট করার প্রস্তুতি চলছে বলে শিক্ষার্থীরা জানান।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. খালিদ হোসেন বলেন, ‘উদ্ভূত সমস্যা সমাধানের জন্য প্রশাসনের যা করা দরকার তা আমরা অবশ্যই করেছি।’

‘ফেব্রুয়ারি মাসের শুরুতে ঢাকায় রিজেন্ট বোর্ডের একটি সভা হয়। এই সভায় উপাচার্য রিজেন্ট বোর্ডকে ইনক্রিমেন্টের বিষয়ে রাজি করিয়েছেন। রিজেন্ট বোর্ডের সভা শেষে সহকারী অধ্যাপকগণের প্রতিনিধিদলকে বিষয়টি জানালে তারা রেজিস্টার লাঞ্ছনার ঘটনায় দুই সহকারী অধ্যাপকের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে দুই সহকারী অধ্যাপকের সাময়িক বহিষ্কারাদেশ প্রথমে স্থগিত ও পরে প্রত্যাহার করা হয়। পরের দিন তারা ১৪ নভেম্বরের ঘটনায় রেজিস্টার এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন।’

হাবিপ্রবি

ক্লাস-পরীক্ষা চালুর দাবি শিক্ষার্থীদের (ছবি : দৈনিক অধিকার )

‘সমস্যা সমাধানের জন্য আগের কমিটিগুলো কাজ করছে, সঙ্গে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রিজেন্ট বোর্ডের একজন সদস্য, প্রগতিশীল শিক্ষক ফোরামের ২ জন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের আরও দুই জন শিক্ষক কাজ করছেন। সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসছেন। ক্লাস-পরীক্ষা না হওয়ার একটি কারণ হতে পারে শিক্ষক স্বল্পতা। এ সমস্যাটিও সমাধানের চেষ্টা চলছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড