• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রিন ফেয়ার শুরু

  পবিপ্রবি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২
মেলা
মেলার উদ্বোধন করছেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী (ছবি : সংগৃহীত)

'মেক গ্রিন লাইভ গ্রিন' স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুই দিনব্যাপী গ্রিন ফেয়ার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কৃষি অনুষদ সংলগ্ন স্থানে আয়োজিত মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বাবী, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।

হলকৃষির আয়োজনে আয়োজিত এই মেলায়- গোলাপ, মোরগঝুঁটি, জবা, রঙ্গন, কামিনীসহ বিভিন্ন জাতের ফুল এবং মাল্টা, কমলালেবু, ডালিমসহ বিভিন্ন জাতের ফলজ চারা পাওয়া যাচ্ছে। এছাড়াও জৈব বালাইনাশকসহ বিভিন্ন আধুনিক কৃষি উপকরণও পাওয়া যাচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয় মানুষকে বৃক্ষ উপহার দেওয়ার জন্যই মূলত এ মেলার আয়োজন করা।

শিক্ষার্থী ও অতিথিরা (ছবি : সংগৃহীত)

উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী বলেন, এ ধরনের মেলা গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং বৃক্ষরোপণে উৎসাহী করবে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।'

মেলার আয়োজক হলকৃষি সভাপতি মো. সোহানুর রহমান জানান, 'শিক্ষার্থীদের গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড