• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রমেকে হেলিপ্যাড ছাত্রাবাসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

  রমেক প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫০
র‍্যালি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর মেডিকেল কলেজের (রমেক) ঐতিহ্যবাহী হেলিপ্যাড ছাত্রাবাসের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন রাজশাহী বিভাগের অন্তর্গত উন্নয়ন বোর্ডের সৌজন্যে কমিশনার জনাব শফিউল আলম ঐতিহ্যবাহী হেলিপ্যাড ছাত্রাবাসের উদ্বোধন করেন।

সেই সময়কাল থেকে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হেলিপ্যাড ছাত্রাবাস। প্রতি বছরের ন্যায় এ বছরও হেলিপ্যাড ডে পালন করা হলো। আনন্দ মিছিল, রং খেলা, র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। র‍্যালিটি হেলিপ্যাড হোস্টেল থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস, মেইন হোস্টেল হয়ে ফিরে আসে।

এছাড়া রাতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও হল ফিস্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূর ইসলাম, হোস্টেল সুপার ডা. শাহ শাহজালাল পিন্টু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- ডা. সারোয়াত হোসাইন, ডা. শরিফুল আমিন সজিব।

অনুষ্ঠানের আয়োজন করে রংপুর মেডিকেল কলেজের ৪৫ তম এমবিবিএস ও ৫তম বিডিএস ব্যাচের শিক্ষার্থীরা এবং সহযোগিতা করে ৪৬, ৪৭, ৪৮ তম এমবিবিএস / বিডিএস ব্যাচের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড