• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  রাবি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০
মিছিল
প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছে প্রেম বঞ্চিত সংঘ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটুকিতে সংগঠনটির টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর তারা সেখানে এক সমাবেশ করে।

এ সময়, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, প্রেমের নামে প্রহসন বন্ধ কর, করতে হবে’সহ নানা রকম স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মোলাহ মোহাম্মদ সাইদ বলেন, ‘আমেরিকায় একটি গবেষণায় দেখা গেছে, ৯৮ শতাংশ মানুষ জীবনের একতরফা ভাবে ভালোবাসে। এ মাধ্যমে দেখা যাচ্ছে পৃথিবীর মানুষের বড় অংশ প্রেম বঞ্চিত। এ সকল মানুষকে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে চেষ্টা করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই।’

সাধারণ সম্পাদক মাহফুজুল সুমন বলেন, ‘আজকে এই জনসমুদ্র এটা হচ্ছে প্রেম বঞ্চনার হাহাকার আর্তনাদের এক তীব্র প্রতিফলন। আজ গোটা ক্যাম্পাস বঞ্চিতদের আর্তনাদে শোক বিহ্বল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বঞ্চিতরা প্রেমের জন্য লড়ছি আমাদের প্রেম অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়েই যাবো।’

সংঘের সহসভাপতি আহাসিনা আশা বলেন, ‘আমরা বঞ্চিতরা এক হয়েছি। সিঙ্গেলদের এ শক্তি সবচেয়ে বড় শক্তি। আমরা সম্মিলিত প্রয়াসে প্রেমের মানুষের মৌল মানবিক চাহিদা সবার মাঝে সমভাবে বণ্টনের ব্যবস্থা নিশ্চিত করছি।’

এছাড়া এদিন সংগঠনটি কবিতা উৎসব, গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র-পথ শিশুদের আহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড