• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালোবাসা দিবসে স্টামফোর্ড ভলান্টিয়ার্সের 'রোজ ফর এডুকেশন'

  সাব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২
ভলেন্টিয়ার্স ক্লাব
ভলেন্টিয়ার্স ক্লাবের উদ্যোগে ফুল বিক্রি (ছবি : সংগৃহীত)

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও এক অসাধারণ ভালোবাসার পরিচয় দিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভলেন্টিয়ার্স ক্লাবের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের উদ্যোগে পাইকারী দামে ফুল কিনেন সংগঠনের সদস্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এই ফুল বিক্রি করেন। তারা প্রায় অর্ধশত ফুল বিক্রি করেন এবং বিক্রির প্রাপ্ত অর্থ সম্পূর্ণ দান করেন মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ইএসএসডি পাইলট স্কুলে। এই বিদ্যালয়টিতে পথশিশুদের পড়ানো হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ক্লাব (ছবি : সংগৃহীত)

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা ফুল বিক্রির কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের কনভেনর জনাব মৃত্যুঞ্জয় আচার্য। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ক্লাবের কো-অর্ডিনেটর স্নেহাশিস মেহতা, জেনারেল সেক্রেটারি আনামুল হাসান সৈকত। কমিউনিকেশন সেক্রেটারি জুবায়ের খান সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রতিষ্ঠালগ্ন থেকেই ভলান্টিয়ার্স ক্লাব এই ইভেন্টটি পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড