• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যুতে মানববন্ধন

  শাবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫
শাবিপ্রবি
সড়ক দুর্ঘটনায় মিলুরাণী মণ্ডলের মৃত্যুতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মিলুরাণী মণ্ডলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে রসায়ন বিভাগের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে মানববন্ধন শেষে গ্রন্থাগারের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে শিক্ষাভবন-বি এর সামনে এসে সমাবেশে মিলিত হয়।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় যেন মুত্যুর মিছিল চলছে। আসলে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে সড়ক ও পরিবহনগুলো অব্যবস্থাপনার কারণে।

মানববন্ধনে দুর্ঘটনার সংশ্লিষ্ট ড্রাইভারের শাস্তির দাবি জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মিলুরাণী মন্ডল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৩-০৪ শেসনের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : পবিপ্রবিতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড