• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ের ঘটনার প্রতিবাদে ঢাবির রাজু ভাস্কর্যে মানববন্ধন

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৪

মানববন্ধন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

ঠাকুরগাঁও জেলার এক ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও এর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন 'ঠাকুরগাঁও চিরন্তন' এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে দুপুর ১টার দিকে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকাস্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উক্ত মানববন্ধনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন) সংগঠনের আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাহ আলম স্নেহের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামাদ প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ সাদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান, সুমন, আলীম, তারেক, আ. আজীজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে নিম্নোক্ত দাবিগুলো পেশ করেন-

১. নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিপথগামী বিজিবি সদস্যদের অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে

২. নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে

৩. আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে

৪. সীমান্তে সকল প্রকার মাদকদব্য ও গরু চোরাচালান বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে

৫. সীমান্ত এলাকায় স্থানীয় মানুষ ও বিজিবির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের অন্তর্গত বহরমপুর গ্রামে গরু নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজিবির গুলিতে নবাব, সাদেক ও জয়নুল নামের ৩ জন নিহত ও আরও ১৫ জন গুলিবিদ্ধ হয়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড