• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বসন্তের রঙিন সাজে বর্ণিল চবি ক্যাম্পাস

  চবি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪
চবি
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উদীচীর বসন্ত উৎসবে দর্শনার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

শীতের শিশিরভেজা সকালকে বিদায় জানিয়ে সজিবতার নতুন বার্তা নিয়ে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। ঝরে পড়া বটবৃক্ষে গজাচ্ছে কচিকচি সবুজ পাতা। আমের গাছেও ফুটেছে মুকুল। কৃষ্ণচূড়ার ডালে ঝরছে আগুন।

সালাম, বরকত, রফিক এবং জব্বারের তাজা খুনে যেনো লোহিত বর্ণ ধারণ করেছে শিমুল আর পলাশের ডাল। সেই দিকেই ইঙ্গিত করেই কবি লিখেছেন-

‘রক্ত ওদের আজও ভাসে শিমুল-পলাশ ডালে সেই ইতিহাস আছে লেখা থাকবে চিরকালে’

প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সেজেছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ের কোলে গড়ে ওঠা একুশ শত একরের ক্যাম্পাস যেনো উৎসব আমেজে বর্ণিল এক নগরী।

হলুদ বর্ণের পোশাকে সবুজাভ ক্যাম্পাস যেন আজ হিমুময়। হুমায়ুন আহমেদের সেই জীবন্ত হিমুরা দল বেঁধে ছোটে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পাস। হলুদ শাড়ি আর পাঞ্জাবির সঙ্গে খোপায় কাঁচা ফুল গেঁথেছেন অনেক।

চবি

মুক্তমঞ্চে উদীচীর বসন্ত উৎসবে শিল্পীদের পরিবেশিনা

ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে কাটাপাহাড়ের রাস্থা ধরে ৫ থেকে ৭ মিনিট হাঁটতেই চোখে পড়ে বাসন্তী আয়জনের।

‘ডাকে বসন্ত আসি বারবার গানে গানে আজি খুলে দাও দ্বার’

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উদীচীর আয়োজনে চলছে দিনব্যাপী ‘বসন্ত উৎসব’। পরিবেশিত হচ্ছে বসন্তের গান, নৃত্য এবং আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা।

ক্যাম্পাসে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সাদিয়া পুষ্প বলেন, আসলে প্রকৃতিতে বসন্ত মানেই ভিন্ন রকম কিছু। এমন দিনে কী আর বাসায় বসে থাকা যায়! তাইতো বসন্ত বরণে ছুটে আসা প্রাণের ক্যাম্পাসে।

চবি

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গনে ছুটে বেড়াচ্ছেন তরুণ তরুণীরা

‘বসন্তের আগমন মানেই প্রকৃতিতে ফেরা নতুন সজীবতা। এই বসন্তে সবার মনেও হাওয়া লাগুক। প্রকৃতির মতো সজিব আর সতেজ হয়ে উঠুক প্রতিটি প্রাণ’, এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাফরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড