• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ক্রীড়া সপ্তাহ শুরু

  যবিপ্রবি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫
যবিপ্রবি
আন্তঃবিভাগীয় ক্রীড়া সপ্তাহ-২০১৯ (ছবি : দৈনিক অধিকার)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জীন প্রকৌশল প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি (জিইবিটি) বিভাগের আয়োজনে আন্তঃবিভাগীয় ক্রীড়া সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ ক্রীড়াযজ্ঞে থাকছে- ক্রিকেট, চেয়ার সেটিং, লুডু ও হাড়িভাঙ্গার মতো দর্শকপ্রিয় চারটি খেলা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবির প্রক্টর ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থী ও শিক্ষকরা একই পরিবারের অন্তর্ভূক্ত। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রাণ, তাদের প্রতিনিধি।’

তিনি জিইবিটি বিভাগের শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিজে এ বিভাগের সদস্য বলে গর্ববোধ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. জিয়াউল আমিন, সহযোগী অধ্যাপক ড. নাজমুল হোসেন ও সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দাস প্রমুখ।

উল্লেখ্য, এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন জিইবিটি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যায়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। আয়োজনের পর্দা নামবে আগামী রবিবার (১৭ ফেব্রুয়ারি)।

আরও পড়ুন : কৃষিবিদ দিবস উদযাপনে বর্ণিল সাজে বাকৃবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড