• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাম্পাসের নিরাপত্তায় পুলিশের সঙ্গে ঢাবি উপাচার্যের আলোচনা

  ঢাবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫
সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে পুলিশের প্রতিনিধি দল (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বাধীন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সোমবার (১১ ফেব্রুয়ারি) উপাচার্য বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করা হয়। এ সকল বিষয়ে সভায় পুলিশের অধিকতর সহযোগিতা প্রত্যাশা করা হয়।

এছাড়া সভায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে সহযোগিতা করবে বলেও সভায় জানানো হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ প্রক্টরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় ডাকসু’র চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড