• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবি কর্মকর্তার মৃত্যুতে প্রশাসনের শোক

  ইবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯
জানাজা
ইবি কর্মকর্তা জমির উদ্দীনের জানাজার নামায (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা মো. জমির উদ্দীন মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ যোহর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী), উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

জানাজার নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম সোয়াইব আহমদ। জানাজার নামাজ শেষে মরদেহ তাঁর নিজ বাড়ি কুষ্টিয়া ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয়।

এক শোকবার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী , বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা মো. জমির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপর পৃথক পৃথক শোকবার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা মো. জমির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা। প্রেরিত শোকবার্তায় তাঁরা, মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শাখা কর্মকর্তা মো. জমির উদ্দীনের মৃত্যুতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দূল লতিফ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান এবং কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড