• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে নবীন শিক্ষার্থীদের শপথ

  শেকৃবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮
নবীনবরণ
শেকৃবির এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের নবীনবরণ (ছবি : সংগৃহীত)

কৃষি পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনায় মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শপথ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ২০১৯ শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী।

সোমবার (১১ ফেব্রুয়ারি) শেকৃবিতে বিকেল ৪টায় বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতির (বাকৃঅছাস) আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তারা এ শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানে বাকৃঅছাসের সভাপতি ফাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল হক বেগ, কৃষি বিপণন অধিদপ্তর মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মো. মিজানুল হক কাজল। এ ছাড়াও উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের কৃষির দীর্ঘমেয়াদী উন্নয়নে কৃষি পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের ফলে বাংলার কৃষি এখন বিশ্বের রোল মডেল। কিন্তু উৎপাদন বেশি হলেও বাজারে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্যের ফলে প্রান্তিক কৃষক ও ক্রেতা কেউই সেটার সুফল ভোগ করতে পারছে না। তাই কৃষির বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে এই খাতকে টেকসই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কৃষি অর্থনীতিবিদদের ভূমিকাই মুখ্য।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মিজানুল হক কাজল বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন নতুন উদ্ভাবনের সক্ষমতা নিয়ে প্রশ্ন না থাকলেও কৃষি বিপণি কর্মকর্তাদের অনভিজ্ঞতা এবং কৃষি অর্থনীতি বিষয়ে পারদর্শী এমন লোকবলের অভাবই এই সমস্যার উল্লেখযোগ্য কারণ। ফলে এই জায়গাগুলোতে উপযুক্ত লোকবল নিয়োগ অতীব জরুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড