• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  গণবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৩
গবিসাস
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (ছবি : দৈনিক অধিকার)

‘সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা’ এই স্লোগানকে ধারণ করে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় গবিসাস কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রশাসনিক ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. দেলোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি আজকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিত্ব করছে তারা ভবিষ্যতে দেশের কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

গবিসাসের সভাপতি রিফাত মেহেদী ও সাধারণ সম্পাদক মো. রনি খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোক্কামেল, মনিরুল ইসলাম মাসুম, ড. ফুয়াদ হোসেন, মো. মেহেদী হাসান (সরোজ মেহেদী), রিয়াজুল ইসলাম, আফরোজা সিদ্দিকা প্রমুখ।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠিত হয় ১০ ফেব্রুয়ারি ২০১৩ সালে। দীর্ঘ ৬ বছর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবার আস্থা অর্জন করে গৌরবের সঙ্গে এগিয়ে যাচ্ছে গবিসাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড