• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  বিজিসিটিইউবি প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩
বিজিসিটিইউবি
বিজিসিটিইউবিতে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করা হয়।

সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছাররে সভাপতিত্বে সমাপনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার।

এসিএসের ভিপি আতিকুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শুভাশীষ ঘোষ, মুনমুন বিশ্বাস, আবদুল ওয়াহাব প্রমুখ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, মিউজিক্যাল-চেয়ার এবং ক্রিকেট ইভেন্টে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রিকেটে প্রতিধ্বনি ৩২’ চ্যাম্পিয়ন এবং আলবা ৩০’রানার আপ হন। ক্রিকেটে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ১ম সেমিস্টারের ছাত্র নুরুদ্দীন, ব্যাডমিন্টনে হাসিনা আক্তার চ্যাম্পিয়ন ও সাদিয়া সুলতানা রানার আপ হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড