• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক স্টুডেন্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রাশেদ

  মাহবুব এ রহমান

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২
ঢাবি
আবদুল্লাহ আল রাশেদ (ছবি : সংগৃহীত)

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন টরন্ডহেম-১৯ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সিলেটের আবদুল্লাহ আল রাশেদ। তার বাড়ি সিলেট শহরের ভার্থখলায়। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে।

আন্তার্জাতিক এ স্টুডেন্ট ফেস্টিভ্যালে এ বছর ১৫০টি দেশের ৪৯৯ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রতি একবছর পরপর নরওয়ের টরন্ডহেম শহরে আয়োজিত হয় এ ফেস্টিভ্যাল। এবারের ফেস্টিভ্যালের থিম মাইগ্রেশন। এতে মোট ১৯টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

গেল ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এবারের ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ জন শিক্ষার্থী। ন্যাচারাল ডিগ্রেশনের ওপর ওয়ার্কশপে অংশ নিয়েছেন রাশেদ।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ জানান, আন্তর্জাতিক এ ফেস্টিভ্যালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। খুবই ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ছাত্রদের সামনে নিজের দেশকে উপস্থাপন করতে পারা গর্বের বিষয়। এছাড়া, রোহিঙ্গা সমস্যা। বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব। ফেস্টিভ্যালে সাধ্যমত রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বলার চেষ্টা করেছি। পাশাপাশি ভবিষ্যৎ এবং বর্তমান সমস্যাদি তুলে ধরব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড