• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

  বাকৃবি প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৮
বাকৃবি
সরস্বতী পূজা উদযাপিত (ছবি : দৈনিক অধিকার)

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজার্চনা শুরু হয়। ভক্তদের দেবী বন্দনায় উদ্ভাসিত হয় মন্দির প্রাঙ্গণ। নারী-পুরুষ ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে বিদ্যা ও সংগীতের দেবীর উদ্দেশ্যে পুষ্পার্পণ করেন।

পূজার্চনা এবং পুষ্প নিবেদন শেষে মন্দির প্রাঙ্গণে ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুভেচ্ছাবাণী পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারমিতা কর্মকার এবং স্বাগত বক্তব্য রাখেন সনাতন সংঘের সাধারণ সম্পাদক অংকুর বনিক।

বিশ্ববিদ্যালযের কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষা বিষযক সম্পাদক নিরঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাকৃবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন- ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, শিক্ষক সমিতির সভাপতি ড. এ. এস. মাহফুজুল বারি, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি ড. লুৎফুল হাসান, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. মো. আশরাফুল হক, সহকারী প্রক্টর ড. মো. শহীদুল আলম, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন এবং একোয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড