• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদাতিকের আবৃত্তি উৎসব

  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১
আবৃত্তি
আবৃত্তি উৎসবে আবৃত্তিকারদের উপস্থাপনা (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাংস্কৃতিক সংগঠন পদাতিকের আয়োজনে প্রথমবারের মতো 'আবৃত্তি উৎসব ২০১৯' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে পদাতিকের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদাতিকের আহ্বায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অদিতি দাস। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কালচারাল কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার স্বাগত বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গেলে নাচ-গানের জন্য শিক্ষার্থীর অভাব হয় না। কিন্তু আবৃত্তির জন্য আগ্রহীদের খুঁজে পাওয়া যায় না। তবে পদাতিকের কারণে এখন আর অভাব হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আবৃত্তি উৎসবে আরও বক্তব্য রাখেন কবি ও কথা সাহিত্যিক আসমা চৌধুরী। এ সময় তিনি কবিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সকলের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করে শোনান।

এবারের আবৃত্তি উৎসবে বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে'; কবি মাহাবুবুল আলম চৌধুরীর 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'; কবি নির্মলেন্দু গুণের 'আমি কারো রক্ত চাইতে আসিনি'; কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের 'ভালোবাসি ভালোবাসি' সহ আরও অনেক কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করে পদাতিকের এক ঝাঁক আবৃত্তিকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড