• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রীদের উত্ত্যক্ত করায় প্রতিবাদ, স্কুলে সন্ত্রাসী হামলা

  নরসিংদী প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২
আহত
হামলার শিকার ছাত্ররা (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর মাধবদী উপজেলার নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করায় একদল বখাটে প্রকাশ্যে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ৩ জনকে আহত করে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্কুলের ইংরেজি শিক্ষক মো. ওসমান গণি মোল্লা, ৭ম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ ও অজ্ঞাত এক জন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আয়নাল হক ও স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস কামাল জানান, সকাল ১০টায় ছাত্র-ছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করতে থাকে তখন বহিরাগত ১০-১৫ জনের একদল সন্ত্রাসী রাম দা, হকি স্টিক, লোহার রড়, কাঠের লাঠিসহ শ্রেণির কক্ষে প্রবেশ করতে চাইলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বাধা দেয়। এ সময় তাদের ওপর চড়াও হলে ১ শিক্ষক ও ২ ছাত্রসহ ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করে। এ সময় বহিরাগতরা তাদের এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

সন্ত্রাসীরা ইতঃপূর্বেও স্কুলে প্রবেশ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে ছাত্র শিক্ষকদের বাধার মুখে তা করতে পারেনি।

এ ব্যাপারে নুরালাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ খাদেমুল ইসলাম ফয়সাল বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী থানার ওসিকে অবহিত করেছি। তাদের সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড