• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে আহত এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তৃতীয় তলায় কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় নির্মাণ শ্রমিক সারওয়ার জাহান। পরে সেখানে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সোমবার রাতে (৪ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর এক শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে হলটির শিক্ষার্থীরা।

নিহত শ্রমিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমড়ানিয়া পাড়া গ্রামে। এদিকে সারওয়ারের দুর্ঘটনার সংবাদে তার পিতা আব্দুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পিতা এবং সন্তানের মৃত্যুতে শোকে দিশেহারা নিহত শ্রমিক সারওয়ারের পরিবার।

নির্মাণাধীন ভবনের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ‘নির্মাণ কাজে নিরাপত্তা জোরদার বিষয়ে প্রকৌশল দপ্তরের হাতে দায়িত্ব রয়েছে। আর আমাকে এ বিষয়ে কেউ কিছু বলে নাই।’

তবে প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান বলেন, ‘পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর আমাদের যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবেই কাজ করি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ প্রশাসনের পক্ষ থেকে আমাকে নির্দেশনা দেওয়া হলে আমি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো’।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমি বিষয়টি মাত্রই জানলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মিলনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড