• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুয়েট আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় যবিপ্রবি প্রথম

  যবিপ্রবি প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৮
যবিপ্রবি
পোস্টার প্রেজেন্টেশন-২০১৯ প্রতিযোগিতায় যবিপ্রবির জয় (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন-২০১৯ শীর্ষক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে বুয়েটের কেমিকৌশল বিভাগ।

গেল ২৫ জানুয়ারি বুয়েট ক্যাম্পাসে কেমিক্যাল দিবস উপলক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এ গৌরব বয়ে আনে বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের ল্যাবরেটরি অব ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইন্জিনিয়ারিং (এনএএমই) ল্যাবের শিক্ষার্থী মো. রমজান আলী ও মো. সাদেক বাচ্চু।

প্রতিযোগিতায় তারা ন্যানো প্রযুক্তিতে দূষিত পানিতে স্বল্প খরচে ভারী ধাতব পদার্থের পরিমাণ নির্ণয়ের কৌশলের ওপর পোস্টার উপস্থাপন করেন। তাদের গবেষণার বিষয়বস্তু দেখে ভূয়সী প্রশংসা করেন বুয়েটের স্বনামধন্য অধ্যাপকরা। প্রথম স্থান অর্জন করায় পুরস্কার হিসেবে বিচারকরা তাদেরকে নগদ পাঁচ হাজার টাকা এবং সনদ তুলে দেন।

(এনএএমই) ল্যাবের তত্ত্বাবধায়ক ড. মো. জাভেদ হোসেন খানের তত্ত্বাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে দেশে ও বিদেশে সর্বমোট নয়টি পুরস্কার এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড