• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফের সাংবাদিক হামলায় কুবিসাসের তীব্র নিন্দা

  কুবি প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০১৯, ০৮:৩৪
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মরত দুই সাংবাদিকের ওপর ফের ছাত্রলীগের হামলার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) কুবিসাসের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলে নিজেদের বৈধ সিটে উঠতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে এই দুই সাংবাদিককে মারধর করে ছাত্রলীগের কতিপয় বিশৃঙ্খল নেতাকর্মী। সাংবাদিকদের বিরুদ্ধে এমন ঘৃণিত কর্মকাণ্ড নতুন নয়। অনতিবিলম্বে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় কুবি সাংবাদিক সমিতি।

সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকদের ওপর ক্ষমতাসীনদের এমন হামলা গণমাধ্যমের ওপর চপেটাঘাতের মতো, এরূপ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হওয়ার মূল কারণ বিচার না হওয়া। শিগগিরই এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আগে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

বেরোবি

সংবাদ বিজ্ঞপ্তি

উল্লেখ্য, এর আগে গেল বছর ১৬ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা করেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড