নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।
তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন বুধবার (২৫ মে) ক্যাম্পাসে নজরুল ভাস্কর্যে ফুল দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
এ সময় কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সুজন আলী, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দফতর প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘বাংলাদেশের ৫০ বছর এবং নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসাইন আল মামুনের সভাপতিত্বে সেমিনারে ‘একুশ শতকে নজরুলের গান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, ‘স্মৃতিকথায়-জীবনকথার কাজী নজরুল ইসলাম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জ্যোতিপ্রসাদ রায় এবং Nazrul’s poetry on European colonial Resistance; A literary Anthropological interpretation শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল।
প্রবন্ধের ওপর আলোচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান।
এরপর সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খসরু। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন।
আলোচনা সভার পর সংগীত, নৃত্য নাটক ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড