জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী অংকন বিশ্বাস একইসঙ্গে ব্রেইন স্ট্রোক এবং হার্ট ফেইল করে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন। এর আগে অক্সিজেন ঠিক মতো নিতে না পারায় তার শরীরের বিভিন্ন অর্গান নিস্তেজ হওয়া শুরু করেছিল।
গত ২৪ এপ্রিল থেকে ১ সপ্তাহ ধরে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউ তে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার (১ মে) তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেও তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
অংকনের সহপাঠীরা জানিয়েছেন, এতদিনে আইসিইউতে রাখাসহ চিকিৎসার জন্য তার পরিবারের ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রতিদিন আইসিইউতে মোটা অংকের টাকা খরচ হচ্ছে যা অংকনের নিম্নবিত্ত পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই অসম্ভব।
অংকনকে আর্থিক সাহায্য দেওয়ার মাধ্যমে জীবনের এই কঠিন সময়টাকে পার করে তাকে আবার সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে আপনারাও তার পাশে দাঁড়াতে পারেন।
সহায়তার অর্থ পাঠাতে পারেন নিম্নোক্ত একাউন্ট গুলোতে-
বিকাশ-
আব্দুল মুকিত সানি : 01726023194 (অংকনের ব্যাচমেট) ও সুইটি 01705756304।
নগদ-
আব্দুল মুকিত সানি : 01726023194
রকেট-
আব্দুল মুকিত সানি : 017260231942
ব্যাংক
ব্রাক ব্যাংক- হিসাব নাম্বার : 2201104401270001 নাম : মোঃ আব্দুল মুকিত সানি
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড