বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটি (ফ্লাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির নতুন নেতৃত্বে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অভিজিত দত্ত এবং সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জসীম উদ্দীন রিয়াজ মনোনীত হয়েছেন। এছাড়াও সংগঠনটির নতুন আংশিক কমিটিতে অন্যান্য পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৭ শিক্ষার্থী স্থান পেয়েছেন।
রবিবার (২৩ জানুয়ারি) বিকালে সংগঠনটির উপদেষ্টা রাকিন জাহির, শাওন আহমেদ মুরাদ ও আহ্বায়ক কমিটির সভাপতি এস.এম. তানবিরুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠনটির সদ্য মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, শিল্প ও সংস্কৃতি শিক্ষার্থীদের চিন্তা এবং মননশীলতার উন্নয়ন ঘটায়, সৃজনশীলতার প্রকাশ ঘটায়। ফ্লিম এবং আর্ট সোসাইটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই কাজটিই করবে। আমরা আশাবাদী এই সংগঠন পূর্বের সকল বাধা কাটিয়ে এগিয়ে যাবে নতুনদের নিয়ে।
জানা যায়, ফিল্ম মেকিং, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও এবং আর্ট তথা চিত্রকলা ও চারুকলা বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরিতে ২০১৬ সালের ১১ ডিসেম্বর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ফ্লাস নামে এই সাংস্কৃতিক সংগঠনটি।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড