ক্যাম্পাস ডেস্ক
স্থগিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন। চলমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানানো হয়।
কেবল সিন্ডিকেট নির্বাচন নয়, স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনও। বুধবার বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমেদ।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে শাবিপ্রবি ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড