ক্যাম্পাস ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ এবং আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিজয়ের নেতাকর্মীদের দাবি, রাত ১২টার দিকে বিনা উসকানিতে সিএফসির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এসে তাদের নেতাকর্মীর ওপর হামলা করেন। পরে তারা প্রতিহত করেছেন।
অন্য দিকে সিএফসির নেতাকর্মীদের ভাষ্য, কয়েক দিন ধরে বিজয়ের নেতা-কর্মীরা ‘স্লেজিং’ করছেন। এ কারণে তারা ‘রিপ্লাই’ দিয়েছেন।
সংঘর্ষে আহত কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। ধারালো অস্ত্রের আঘাতে আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওডি/নিমি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড