আইআইইউসি প্রতিনিধি
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ছাত্রী জাকিয়া চৌধুরী (২০)। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় এই ঘটনা ঘটে।
বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ইপিজেড থানা এলাকার নেভি গেট কলোনি থেকে জাকিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার এটি এম জোবায়ের চৌধুরীর মেয়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।
তিনি বলেন, ভোর রাতে নেভি গেট এলাকা থেকে আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ইপিজেডের নেভি গেট এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে, এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত ৩টায় ওই এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।
ওডি/নিমি
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড