• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  ববি প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২১, ১৬:০৭
ববি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তার কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তার কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এতে 'এ' ইউনিটে ২০ হাজার ৫৬৮ আবেদনকারীর মধ্যে থেকে গুচ্ছতে ৬৬ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ইত্তাসাম মাহমুদ আবির, ৬৪ দশমিক ৫০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন মুজাহিদ মেহরাব এবং ৬৪ দশমিক ২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন সাবরিনা ইয়াসমিন মিতু।

অন্য দিকে, 'বি' ইউনিটে ৯ হাজার ৩২২ আবেদনকারীর মধ্যে থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮৩ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মো. সগিব ইসলাম, ৮১ দশমিক ২৫ দ্বিতীয় হয়েছেন আলব্রিগিড বাড়ৈ এবং ৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মো. ইয়াসির আরাফাত।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ফলাফলে গুচ্ছতে ৭৯ দশমিক ৫ নম্বর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন ফারহানা খানম, ৭৮ দশমিক ৭৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন সাজিদ হাসান রেজা এবং ৭৭ দশমিক ২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মনিরুজ্জামান দিমন।

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা মনোনীত বিষয়ে আগামী ৮ ডিসেম্বর থেকে ভর্তি হতে পারবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, এ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৯২ জন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড