• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাম্প্রতিক বাংলাদেশকে নেতৃত্ব দিবে তরুণরা : মেজর ইবরাহিম

  গবি প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২১, ১৪:১৩
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

সাম্প্রতিক বাংলাদেশকে তরুণরা নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক)।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনারের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তরুণরা রাজনীতিবিদ না হলে দেশকে দাঙ্গা ও অনিয়ম থেকে মুক্ত করা যাবে না। দেশটা রাজনীতিবিদদের হাতে, তাই তাদের উচিত হিংসাপরায়ন না হয়ে দেশের জন্য কাজ করা।

তিনি বলেন, তরুণদের মত প্রকাশের সুযোগ কম। তাই তরুণদের জেগে উঠতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। তাই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা আমাদের উচিত নয়। আমাদের উচিত দেশের জন্য কাজ করে যাওয়া।

সোমবার (০৬ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে অ্যাকাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে সকাল ১১ টা ৩০ মিনিটে সেমিনারটি শুরু হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরও উপস্থিত ছিলেন জাতীয় কল্যাণপার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মো. রোকনুজ্জামান মনি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড