• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্নাতক ভর্তিতে কুবিতে প্রতি আসনে লড়বে ৪০ জন

  কুবি প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২১, ১২:১৮
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ৪০ জন।

আবেদনের শেষ দিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।

তিনি বলেন, গতকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আমরা আবেদনের সুযোগ দিয়েছি। এর পরেও আমরা ফাইনালি একবার মোট আবেদন গণনা করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, সার্ভার জটিলতার কারণে আমরা গতকাল পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করেছিলাম। পাশাপাশি যারা দুইবার টাকা পেমেন্ট করেছে তাদের তালিকা তৈরি করেছি। আমরা সেটা ফেরত দিব।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় সার্ভার সমস্যা থাকার কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ২৮ নভেম্বর থেকে আবেদন করতে পারেননি ভর্তিচ্ছুরা। পরে সমস্যা নিরসনে গত ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সঙ্গে এক জরুরি সভা করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সেই সভায় দ্রুতসময়ে কারিগরি ত্রুটি সমাধানের নির্দেশ দেন উপাচার্য।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড