• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু

  জবি প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২১, ১১:২৯
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী টিকা ক্যাম্পে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে আজ রবিবার (৫ ডিসেম্বর) থেকে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত চলবে তিনদিন ব্যাপী এই টিকা ক্যাম্পিং।

যেসব শিক্ষার্থী বাইরের কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নিয়েছে তারাও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন বলে জানা গেছে।

এর পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালে লগইন করে শিক্ষার্থীরা কোন দিন টিকা নিতে চায় সেটি নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, নির্দিষ্ট ৩ দিনই ক্যাম্পাসে টিকা দেওয়া হবে। ৩দিন অতিক্রম হলে ক্যাম্পাসে আর টিকা দেওয়া হবে না। কেউ যদি টিকা না নেয় তাকে পরবর্তীতে বাইরে থেকে টিকা নিতে হবে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা (সিনোফার্ম) দেওয়া হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ৯৬০ জন শিক্ষার্থী।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড