• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ক্যান্টিনের দেয়াল ধস, আহত ২

  ক্যাম্পাস ডেস্ক

২৯ নভেম্বর ২০২১, ১৬:২৩
ঢাবি
হঠাৎ করেই খাবার আনার কাউন্টারের সামনের দেয়ালটি ভেঙে পড়ে (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদ্দীন হলেন ক্যান্টিনের ভেতরে দেয়ালের একটি অংশ হঠাৎ ধসে পড়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ক্যান্টিনে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা। এমন সময় হঠাৎ করেই খাবার আনার কাউন্টারের সামনের দেয়ালটি ভেঙে পড়ে যায়। আহত দুজনই ক্যান্টিন কর্মচারী।

দেয়ালটি পেছনের দিকে হেলে পড়ায় খুব বেশি হতাহত হয়নি। তবে সামনের দিকে হেলে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে শঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক ইঞ্জিনিয়ার নিয়ে ক্যান্টিন পরিদর্শন করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ক্যান্টিনবয় জানান, আমরা খাবার আনছিলাম। হঠাৎ করেই এটি ভেঙে পড়ে। দেয়ালটি খুব হালকাভাবে তৈরি করা হয়েছিল। হয়তো সিমেন্টের পরিমাণ খুব কম দেয়া হয়েছে তাই এমন ঘটনা ঘটেছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমরা ইঞ্জিনিয়ার নিয়ে তাৎক্ষণিক ক্যান্টিন পরিদর্শন করেছি। কোথায় সমস্যা ছিল সেটি দেখার জন্য একটু তদন্ত কমিটিও করা হবে। এটা শুকরিয়া যে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড