• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  ক্যাম্পাস ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, ১৬:৪৬
জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

প্রকাশ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে এ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) ফল দেখা যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের ২১০ ও ছাত্রীদের ২০০ আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত ২১ ও ২২ নভেম্বর ১০ শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৬৮ হাজার ২০২ জন ভর্তিচ্ছু। যদিও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৪ হাজারের মতো ভর্তিচ্ছু। এর মধ্যে ২১ হাজারের মতো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলেও জানান অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এ দিকে চলতি সেশনে ভর্তির তারিখ ঘোষণা বিশ্ববিদ্যালয়টি। আগামী ৭-১২ ডিসেম্বর নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি হতে পারবেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড