• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংঘর্ষের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক : বশেমুরবিপ্রবি উপাচার্য

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২১, ১২:০৭
বশেমুরবিপ্রবি
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে (ছবি : অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এবং শেখ সায়রা খাতুন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনাকে অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব।

সোমবার (২২ নভেম্বর) বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এখানে পড়ালেখার উদ্দেশ্যে এসেছে। তারা রাষ্ট্রের সম্পদ। আমরা চাই তারা নিরাপদে থাকুক।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান আলোচনায় বসেছিলাম এবং বিষয়টি সমাধান হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। আশা করছি ভবিষ্যতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

এছাড়া উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী সংঘর্ষে আহত হয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিবার (২১ নভেম্বর) বশেমুরবিপ্রবি শিক্ষার্থী এবং মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, পুলিশ, সংবাদকর্মীসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড