• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি

২০ নভেম্বর ২০২১, ১৭:১০
ঢাবি
বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার (২০ নভেম্বর) বিজয় একাত্তর হলে আন্তঃহল বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাড. মোল্লা মো. আবু কাওছার, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সুভাষ সিংহ রায়, একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক বায়োজিদ মিল্কীসহ প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বেল্লাল আহমেদ ভূঞা অনিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম সানা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ায় আজ আমরা আজকের অবস্থানে আসতে পেরেছি। আপনারও স্বপ্ন দেখেন নিজেদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হতে যার অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

এ সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল তা তুলে ধরে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন তিনি। দেশের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা স্বাধীন বাংলাদেশ প্রাপ্তির ফল হিসেবে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট ইতিহাসবিদ বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধু আমাদের আদর্শ ও অনুপ্রেরণা। এ সময়, স্বাধীন বাংলাদেশ প্রাপ্তিতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আবদুল বাছির বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রাপ্তির কল্যাণে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠান শেষে বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকরী বিজয় একাত্তর হলের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড