• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেবল গুচ্ছের ফলের ভিত্তিতেই শাবিপ্রবিতে ভর্তি

  ক্যাম্পাস ডেস্ক

১৭ নভেম্বর ২০২১, ১৬:৫০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মূল ফটক (ফাইল ছবি)

কেবল গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হবে। এ তালিকার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের কোনো নম্বর যোগ করা হবে না।

বুধবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।

তিনি বলেন, শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এবারের মেধাতালিকা তৈরি হবে। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। তাই শাবিপ্রবির ভর্তি প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসির নম্বর যোগ করা হবে না। তাছাড়া এইচএসসি পরীক্ষায় এবার শিক্ষার্থীরা অটোপাস করেছে।

আগামী রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলবে আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া, ফি পরিশোধের প্রক্রিয়াসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.admission.sust.edu) থেকে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড