• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সপ্রেস’

  বুটেক্স প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২১, ১০:০৯
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বুটেক্স বিজনেস ক্লাব ২য় বারের মতো আয়োজন করেছে টেক্সটাইল বিষয়ক অন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সপ্রেস’।

দুধাপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার ১ম ধাপে প্রতিযোগীদের ১৫ নভেম্বরের মধ্যে দল নির্ধারণপূর্বক রেজিস্ট্রেশন এবং ১৭ নভেম্বরের মধ্যে অনলাইন কেস স্টাডি জমা প্রদানের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতার শেষ ধাপ সশরীরে বুটেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। যেখানে বিজয়ীদের প্রদান করা হবে নানারকম আকর্ষণীয় পুরস্কার।

এ বিষয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান জানান, বুটেক্সপর শিক্ষার্থীদের মধ্যে প্রবলেম সলভিং, যোগাযোগ, প্রেজেন্টেশনসহ নানাবিধ দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে বুটেক্স বিজনেস ক্লাব। তারই ধারাবাহিকতায় এবার টেক্সপ্রেস ২.০ এর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিজনেস কেসের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। যা পরিচালনা করেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) এর ফিন্যান্স এনালিস্ট জনাব আশফাকুল আজম।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড